সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহঃ
বিগত ৩ বছরে টেকসই উন্নয়ন অভিষ্টে পৌছানোর লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে ও শোভনমূলক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৮৯২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ করা হয়েছে। যুব সমাজকে প্রশিক্ষণ প্রদানের লক্ষে অত্র রেঞ্জে ০৪-টি কম্পিউটার ট্রেনিং সেন্টার ও ১১ টি ইউনিটে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নিরাপদ খাদ্য ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর রেঞ্জে মোট ১১২৫ টি টহল ও অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা প্রদানে ৬৬০৫ জন অংগীভূত আনসার এবং বিভিন্ন নির্বাচন ও দুর্গাপূজায় ৪১২৩১ জন আনসার ভিডিপি সদস্য-সদস্যাকে মোতায়েন করা হয়েছে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জনহিতকর উদ্যোগের অংশ হিসেবে ৩৪৮০ জন দরিদ্র ভিডিপি সদস্যকে ত্রাণ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা সৃষ্টি ও করোনা রোগীদের চিকিৎসা সহায়তার জন্য ১২৭৫ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। রংপুর রেঞ্জের রেঞ্জ দপ্তর এবং বিভিন্ন ইউনিটে সর্বমোট ১২টি মুজিব কর্ণার স্থাপন এবং অস্বচ্ছল সদস্যদের জন্য ০৮টি গৃহ নির্মাণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ, রংপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস